মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ ঃ নীলফামারীর জলঢাকায় বাল্যবিয়ে বন্ধকরণ
প্রকল্পের সদস্যদের নিয়ে উঠান বৈঠক করেছে, উপজেলার বেসরকারি সংস্থা সিএমইএস। বুধবার
বিকালে উপজেলার কৈমারী ইউনিয়নের টটুয়া পাড়া গ্রামে শফিকুল ইসলামের উঠানে এর আয়োজন
করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ওই প্রকল্পের ফ্যাসিলিটেটর শাহিন সরকার, কেডিট ম্যানেজার আক্কাস আলী,
গার্মেন্টস টেইনার কিশোর কুমার মিস্ত্রি, এলাকার সমাজসেবক শফিকুল ইসলাম, আমজাদ
হোসেন ও আরজিনা বেগম প্রমুখ।