জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের
পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ে টাকার বিনিময়ে প্রধান
শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া স্থগীত চেয়ে আদালতে মামলা দায়ের করা
হয়েছে। গত সোমবার ঐ পদে আবেদনকারী শরিফুল আলম বিদ্যালয়যের
সভাপতি সহ ১৬ জনকে বিবাদী করে সহকারী জেলা জজ আদালতে এ মামলা
দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক নিয়োগের জন্য ম্যানেজিং কমিটি গত বছরের ৬ অক্টোবর পত্রিকায়
নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিটি ভুল হওয়ায় পরবর্তীতে সংশোধনী
বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০১৬ সালের ১০ই অক্টোবর। জনৈক শরিফুল আলম ঐ
পদে নিয়োগ লাভের জন্য ৫’শ টাকার ব্যাংক ড্রাফট সহ আবেদন করেন।
দীর্ঘদিন ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রম শেষ করেনি বা
তাঁকে ইন্টারভিউ কার্ডও দেয়নি। এতে আরো অভিযোগ আনা
হয়,ইন্টারভিউ কার্ড না পাওয়ায় শরিফুল গত ২১ মার্চ ঐ বিদ্যালয়ের
সভাপতি আব্দুল রশিদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পয়গাম আলীর সাথে দেখা
করে এবং কার্ড না পাওয়ার কথা জানায়। ঐ সময় তাঁকে বিদ্যালয়ের
সভাপতি আব্দুর রশিদ জানায়, যার কাছে বেশি টাকা পাবে তাঁকেই
প্রধান শিক্ষক পদে নিয়োগ এবং ইন্টারভিউ কার্ড দেওয়া হবে। এতে
শরিফুলের অভিযোগ, টাকার বিনিময়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া
চলছে আর এতে প্রকৃত মেধাবীরা নিয়োগ পেতে বঞ্চিত হবেন।
এমতাবস্থায় অসৎ উদ্দেশ্যে ঐ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার আদেশ চেয়ে
মামলা আনয়ন করা হয়। মামলার বাদী শরিফুল আলম জানান, আদালত বিবাদীদের
কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল রশিদ জানান,
টাকা নয়, বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হবে।