ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করছে। আমরা সব ধরনের সহযোগিতা দিতে রাজি। কেননা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
সোমবার (০৪ জুলাই) দুপুরে আর্মি স্টেডিয়ামে গুলশান হামলায় নিহতদের কফিনে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান।
‘গুলশানে এ সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা মর্মাহত,’ বলেন তিনি।
এ সময় ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধণ শ্রিংলাও সাংবাদিকদের সঙ্গে সন্ত্রাসবাদ নির্মূলে তাদের সহযোগিতার কথা জানান।