অনলাইন ডেস্কঃ
শুরু হচ্ছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬ তম সম্মেলন। সন্ধ্যা সাড়ে ৭টায় সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০৩০ সালের মধ্যে লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন টেকসই উন্নয়নে কীভাবে সহায়তা করা হবে, নারীর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ, বাল্য বিয়ে বন্ধের ব্যবস্থা ও এ বিষয়ে সংসদের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে সম্মেলনে।
জানা গেছে, পাচঁদিনব্যপী এ অনুষ্ঠান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক অনুষ্ঠান। যা দেশের ভাবমূর্তিকে একটি অন্য উচ্চতায় নিয়ে যাবে মনে করছেন আয়োজকরা। এবারের অনুষ্ঠানে ১৬৪টি প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। এরমধ্যে ১৩২ সংসদীয় প্রতিনিধিদল। বাকিরা পর্যবেক্ষক ও সহযোগী প্রতিষ্ঠান।এছাড়া ৪৫ জন স্পিকার এবং ৩৭ জন ডেপুটি স্পিকার অংশ নেবেন।