বাংলার প্রতিদিন ডটকম , ঢাকা: দেশের বিভিন্ন স্থানে জঙ্গি অভিযানের মধ্যে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ জঙ্গিবাদে বিশ্বাস করে না।
শনিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে যুব জাগপার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশে জঙ্গি-টঙ্গি শুনছি। তো এটা ভালো-মন্দ বুঝি না। হয়তো বা আছে। কিন্তু জনগণ বিশ্বাস করে না। মানুষ নানা ধরনের কথা বলে। কিন্তু তাদের সব কথা তো আর পত্রিকায় লেখা হয় না।’
ভারতের সঙ্গে সামরিক চুক্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে গয়েশ্বর বলেন, ‘একটি দেশ তো আমাদের তিনদিকে ঘেরাও করা। আর দক্ষিণ অঞ্চলে তো সাগর। সুতরাং সামরিক চুক্তি কার বিরুদ্ধে? এই মুহূর্তে বাংলাদেশকে আক্রমণ করতে পারে এমন সীমান্ত কোথায়? ভারতই তো আমাদের তিনদিকে। তাহলে ভারতের সঙ্গে তো আমাদের যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই।’
তিনি বলেন,‘বাংলাদেশ এই মুহূর্তে কি সামরিক চুক্তি করবে? বাংলাদেশের সেনাবাহিনী কি নিরাপত্তাহীনতায় ভুগছে? সুতরাং সামরকি চুক্তি করতে গেলে সেনাবাহিনী, সামরিক বিশেষজ্ঞ আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের অজ্ঞ রেখে গোপনে এতো দৌড়ঝাঁপ কেনো?।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘এখনো সময় আছে আপনি দেশের সব রাজনৈতিক নেতা এবং সামরিক বিশেষজ্ঞদের নিয়ে আলোচনায় বসুন। ঐকমত্যের ভিত্তিতে ভারত সফরে যান এবং দেশটাকে বাঁচাতে চেষ্টা করুন, আমাদের ন্যায্য দাবি আদায় করুন।’
তথ্যমন্ত্রী হাসানুল হকের সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘এই মুমূর্তে দেশে সবচেয়ে বড় জঙ্গি হচ্ছে হাসানুল হক ইনু। তিনি গণতন্ত্র বিশ্বাস করেন না। তারা সশস্ত্র সংগ্রামের মধ্যদিয়ে গণবাহিনীকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছে।’
দেশের সব সংকটের মূলে গণতন্ত্রহীণতা মন্তব্য করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘আজকে রাজনৈতিক অঙ্গনে আমরা যত সমস্যাই দেখিনা কেনো, সকল সমস্যার সমাধান কিন্তু একটি গণতান্ত্রিক ব্যবস্থা। অর্থাৎ জনগণকে ক্ষমতা দিতে হবে। জনগণকেই তার ভবিষ্যৎ প্রতিনিধি নির্বাচনের কথা বলতে হবে। সুতরাং যে দেশে জনগণের ক্ষমতা কিছু ব্যক্তি ব্যবহার করে সেদেশে কখনো শান্তি আসতে পারেনা।’
সংগঠনের সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান। সভা সঞ্চালনা করেন শেখ ফরিদউদ্দিন।