বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নজরুল ইসলাম নজু
(১৮) নামে এক রাজমিস্ত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার
ভোর সোয়া ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কাছুটিয়া খেজুরতলা
এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম নজু চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার
চক ভবানীপুর গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট হামিদুল হক জানান,
সোমবার ভোরে বনপাড়া থেকে নাটোরগামী যাত্রীবাহী বাস যাত্রীসেবা
পরিবহণ (ঢাকা মেট্রো ব ১১-০৩৩৬) কাছুটিয়া খেজুরতলা এলাকায়
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসের যাত্রী নজরুল
ইসলাম ঘটনাস্থলেই নিহত ও অপর ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের
উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে। এ ঘটনায় বড়াইগ্রাম
একজন নিহত ঃ আহত ১৫