গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ক্লাশরুম নির্মাণ
করে সারা বছর ক্লাস চালু, আবাসন ও পরিবহন সংকটন নিরসনের দাবিতে
শনিবার গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল ও
সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি কলেজ শাখা এই
বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন পরমানন্দ দাস, মাহবুব আলম মিলন, শাহীন আলম, জুয়েল
মিয়া, শান্ত প্রমুখ। বক্তারা অবিলম্বে কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ,
ক্লাশরুম নির্মাণ করে সারা বছর ক্লাস চালু রাখার দাবি জানান। এছাড়া
পরিবহন সংকট নিরসনে সার্ভিস চালুরও দাবি জানান। সমাবেশ শেষে
কলেজের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়।