বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামে
রেহেনা বেগম (৪৭) নামে এক বিধবার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত
রেহেনা বেগম মানিকপুর গ্রামের মৃত মাজদার আলীর স্ত্রী।
নিহতের স্বজনেরা জানান, সম্প্রতি স্বামী মারা যাওয়ার পর থেকে
পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ছেলে ও ছেলে বৌ রেহেনা বেগমকে
মানসিকভাবে নির্যাতন করতো। রবিবার রাতেও তাদের বাড়িতে উচ্চস্বরে
তর্ক-বিতর্ক শোনা যায়। পরে রাত ১০টার দিকে রেহেনা বেগম নিজ শোবার
ঘরে ঘুমিয়ে পড়েন। ভোররাতে সেহেরী খাওয়ার জন্য অনেক ডাকাডাকি করলেও
তিনি দরজা খোলেননি। পরে জানালা ভেঙ্গে ঘরের ডাবের সাথে তার ঝুলন্ত লাশ
দেখা যায়। থানায় খবর দিলে সকালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আশরাফ জানান, নিহতের লাশ
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি
অপমৃত্যু মামলা হয়েছে।