মো.আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর পৌর আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের
প্রয়াত পিতা আব্দুল হাকিম সরকার ও মাতা জহুরা খাতুন সহ দুই মাতা এবং দুই সহোদরের স্মরণসভা
উপলক্ষে পৌরসদরের চাঁচকৈড় পুরানপাড়া নিজ বাসভবনে রোববার সন্ধ্যে সাড়ে ৬টায় দোয়া ও ইফতার
মাহফিল অনুষ্টিত হয়েছে।
ওই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আ’লীগের সভাপতি ও গুরুদাসপুর-
বড়াইগ্রামের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.
আনিসুর রহমান ছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়।