সোনারগাঁও(নারায়নগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে
যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরো নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার করা
হয়েছে। এ নিয়ে গত চারদিনে ১৬ জনের লাশ উদ্ধার করা হলো।
রোববার সকালে ও দুপরে এলাকাবাসীর সহযোগিতায় সোনারগাঁও থানা
পুলিশ চরকিশোরগঞ্জ এলাকা থেকে নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার করে।
নিহতরা সবাই পুরুষ। এরা হলেন মো: বাবুল হোসেন (৪৫), মো: কামাল
হাওলাদার (২২), ইসমাইল (২৩), ফারুক মিয়া (৪০) ও দেবদাস (৩০)। গত চার
দিনে ১৬ জনের লাশ উদ্ধার হলেও আরো ৬ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি
করছেন নিখোঁজদের স্বজনরা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার এস আই
মাকসুদুর রহমান । তিনি জানান, চরকিশোরগঞ্জ ও এর আশ পাশের
এলাকায় মেঘনা নদীতে রোববার সকালে আরো ৪টি ও দুপরে ১টি লাশ
ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর
করা হয়েছে। আরো লাশ আছে কিনা তা তল্লাশী চালিয়ে যাচ্ছেন পুলিশ।
তবে আরো ৬ জন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা দাবি করছেন।
রোববার উদ্ধার হওয়া বাবুল হোসেন কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানার জিরুইন
গ্রামের সদ্দর আলীর ছেলে, ইসমাইল একই জেলার মেঘনা থানার জলারপাড়
গ্রামের আ: রহমানের ছেলে, কামাল হাওলাদার ঝালকাঠি জেলার কাঁঠালিয়া
থানার জাঙ্গালীয়া গ্রামের মোকলেছ হাওলাদেরর ছেলে, ফারুক মিয়া
গাজীপুর জেলার শ্রীপুর থানার ধুমবাড়ির চর গ্রামে সিরাজ মিয়ার
ছেলে ও দেবদাস ঢাকার বাড্ডা থানার মেরুন এলাকার সুধাংশ দাসের ছেলে।
এর আগে গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার তিনদিনে ১১ জনের লাশ
উদ্ধার করা হয়। যার মধ্যে শনিবার দুপুরে শিল্পী বেগম (৩২) এর লাশ উদ্ধার
করা হয়। সে ট্রলার ডুবিতে নিহত ঢাকার রামপুরা এলাকার আব্দুস
সাত্তার (৪০) এর স্ত্রী। শুক্রবার সন্ধ্যা ৬টায় উদ্ধারকৃতরা হয় ভানু বেগম
(৪৬)। সে রামপুরা টিভি টাওয়ার এলাকার হারুন ভান্ডারীর স্ত্রী। এর আগে
দুপুরে উদ্ধারকৃতরা হয় ঢাকার রামপুরা এলাকা শফিক মিয়ার মেয়ে
রুবিনা আক্তার (৩০), রুবিনার মা সাফিয়া আক্তার (৪৬), রামপুরা এলাকার
জয়বুন নেছা (৬৫) এবং তার দুই মেয়ে রানু আক্তার (৩২) ও শান্তা আক্তার
(২৮)। এছাড়াও ঘটনার দিন বৃহস্পতিবার বিকাল থেকে রাত ১২টা
পর্যন্ত ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ
(বিআইডব্লিউটিএ) এর ডুবুরী দল নদীতে তল্লাশী চালিয়ে এক
কিশোরী, দুই নারীসহ ৪ জনের লাশ উদ্ধার করে। ওই সময়ে উদ্ধারকৃত ৪ জন
হলো ঢাকার রামপুরা এলাকার আব্দুস সাত্তার (৪০), তার মেয়ে লামিয়া
আক্তার নদী (১২), জোহরা বেগম (৬০), কাঞ্চন বেগম (৬৫)।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুর ইসলাম
সোনারগাঁও নিউজকে জানান, মেঘনা নদীতে রোববার আরো
নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি অনুযায়ী
নিখোঁজদের লাশ উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে ৯০ জন যাত্রী নিয়ে রাজধানী রামপুরা
থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলারে করে চাঁদপুরের মতলব থানার বেলতলী
এলাকার লেংটার মেলায় যাচ্ছিল। পথে বিকেল সাড়ে ৫টার দিকে
সোনারগাঁওয়ের চার কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীর প্রবল স্রোত ও
ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি নদীতে ডুবে যায়।
ওই দিন রাত পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিল প্রায় ২০
জন।