বাংলার প্রতিদিন ডটকম , ঢাকা ঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানানো হয়েছে।
সোমবার গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, ‘মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক’ বিষয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
এতে আরও বলা হয়, ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দৃঢ়ভাবে বলতে চায় এ সংবাদটি সঠিক নয়। সরকার ফেসবুক বন্ধের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।