সোনারগাওঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও
উপজেলার কাঁচপুর এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও তিন
রাউন্ডগুলিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে থানা পুলিশ। গত রবিবার
রাতে তাদের কাঁচপুর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে
গ্রেফতার করা হয়। এ বিষয়ে গতকাল সোমবার মামলার প্রস্তুতি চলছে।
গ্রেফতারকৃতরা হলো নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার আজিবপুর
গ্রামের মৃত খলিলুল রহমানের ছেলে হাবিবুর রহমান ও কুমিল্লা জেলার
দাউদকান্দি থানার নৌনেয়াহার গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে
রবিউল হোসাইন। তবে যুবলীগ নেতা সফিকুল ইসলাম খান লিটনের
দাবী তাকে হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা তার অফিস কার্যালয়ের সামনে
অবস্থান নিয়েছিল।
পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার
কাঁচপুর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে দুই ব্যক্তি রিক্সা
যোগে যাচ্ছিল। এ সময় তাদের আচরন সন্দেহজনক হলে পুলিশ তাদেরকে
তল্লশী করে তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাইন্ডগুলি
উদ্ধার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গতকাল মামলা দায়ের প্রস্তুতি
চলছে।
সোনারগাঁও উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম খান
লিটন বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যেই আমার অফিস কার্যালয়ে সামনে
অবস্থানরত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ। তিনি বলেন, আমার
বাবা মৃত জহিরুল ইসলাম খানকে একই ভাবে গুলি করে হত্যা করেছিল
প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও উপজেলা যুবলীগের নব
নির্বাচিত সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, যুবলীগ নেতা
সফিকুল ইসলাম খান লিটনকে হত্যা করার পরিকল্পনায় যারা জড়িত
তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান তিনি।