শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ১৫জন আহত হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দশজনকে সদর হাসপাতালে ভর্তি এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া
হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চন্ডিবরপুর গ্রামের আহম্মদ
এবং বাবন মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে বাবন পক্ষের
আব্দুল কুদ্দুস নিজের জমিতে উচ্ছে তুলতে যান। এ সময় আহম্মদ পক্ষের লোকজন কুদ্দুসের
ওপর হামলা করে বলে অভিযোগ রয়েছে। পরে দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে ওসমান, লুলু, বুলবুল, মোদাচ্ছের, কুদ্দুস, নূর আহম্মদ ও তোরাপ শেখকে সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ভবতোষ রায় জানান, এ
ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।