বাংলার প্রতিদিন ডটকম , ঢাকা ঃ
রাজধানীতে বাংলা নববর্ষের অনুষ্ঠান উন্মুক্ত স্থানে বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া পহেলা বৈশাখে নিরাপত্তার জন্য মোটরসাইকেলে চালক ছাড়া কোনো আরোহী থাকতে পারবেনা বলেও জানান মন্ত্রী।
সোমবার বিকালে, সচিবালয়ে নববর্ষ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে তিনি এ নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নববর্ষের দিন কোনক্রমেই মোটরসাইকেলে একজনের বেশি আরোহীকে চলতে দেয়া হবে না। যারা মোটরসাইকেল চালান তারা যাতে কোন আরোহীকে না নেন। এ বিষয়ে আমাদের বিশেষ নজর থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আরও একটি বিষয়ের উপর বিধি-নিষেধ আরোপ করছি সেটা হলো- অনেকে কাঁধে করে ব্যাগ নিয়ে ঘোরেন, পয়লা বৈশাখের দিন এই ধরনের ব্যাগ পরিহার করবেন। বিশেষ প্রয়োজনে ব্যাগ বহন করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখাতে বলা মাত্র দেখিয়ে দেবেন। তবে ব্যাগ না নিয়ে চলার জন্যই বিশেষভাবে অনুরোধ জানান।