নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্তের ঘটনায় বিস্ময় প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এ ধরনের নজির কোথাও নেই। মঙ্গলবার দুপুরে বনানীর নিজ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এরশাদ বলেন, ‘এই সরকার আবার উপজেলাকে বাস্তবায়ন করেছে। কিন্তু এই উপজেলা আর সেই উপজেলা নাই। কোর্ট কাচারি নাই সেখানে, চেয়ারম্যানদের ক্ষমতা নাই। নির্বাচিত চেয়ারম্যান, তার গায়ে হাত দেয়ার ক্ষমতা কারো নাই। আজ দেখি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়। পৃথিবীর কোন গণতন্ত্রে আছে এমন। চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত। তাকে কেউ বরখাস্ত করতে পারে? কিন্তু সেটা দেখছি আমরা।