ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের শান্তিরহাটের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায়
অবৈধভাবে বালু উত্তোলন করায় পাঁচ শ্রমিককে কারাদন্ড দিয়েছেন
ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(৪মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) মো. আ. কুদ্দুস প্রত্যেককে ২০ দিনের কারাদন্ডদেশ
প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- নূর হোসেন (৩৬), গিয়াস উদ্দিন (২৮), নূরনবী (১৯),
সুমন (২১) ও ইব্রাহীম (২৭)। তাদের প্রত্যেকের বাড়ি ফখিয়া ও কতবা
গ্রামে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দুস বলেন, একটি চক্র
শান্তিহাটের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে
বাঁধ ও জয়া রাস্তার ক্ষতি সাধন করে বিপদজনকভাবে বালুর ব্যবসা করে
আসছে। এমন খবরের ভিত্তিতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে
ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে প্রত্যেককে ২০
দিন করে কারাদন্ড প্রদান করা হয়।