অনলাইন ডেস্কঃ
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে আসা মালয়েশিয়ার প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। আজ মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের প্রধান ও মালয়েশিয়ান পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজ্জাহ আনোয়ারের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে।
খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী চলা বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।