টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল জেলার ভূঞাপুর লিংরোডে ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।
সোমবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, বিকেলে ঢাকাগামী একটি মাইক্রোবাস ভূঞাপুরের লিংরোডে এলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হন মাইক্রোবাসে থাকা আরো তিনজন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।