ঢাকা: বাংলাদেশে নিরীহ নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দ্রুত অপরাধীদের জবাবদিহিতার আওতায় এনে এখনও যারা হুমকির মধ্যে রয়েছেন তাদের রক্ষা করার আহ্বান জানিয়েছে ফ্রান্স।
ফ্রেঞ্চ দূতাবাসের ফেসবুক পেজে জানানো হয়, গত ৬ জুন নাটোরের বৃদ্ধ মুদি দোকানি সুনীল গোমেজ, চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন ও মঙ্গলবার ঝিনাইদহে এক পুরোহিতকে হত্যার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত সোফি অবার্ট।।
এতে বলা হয়, বাংলাদেশে আগে নিরীহ নাগরিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে এসব হতাকাণ্ডের যোগসূত্র রয়েছে। দ্রুত অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, এখনও যারা হুমকির মধ্যে রয়েছেন তাদের রক্ষা করতে হবে।
দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সহানুভূতিও জানানো হয়।