মনিরুজ্জামান ঃ
ইতালি ও জাপান বাংলাদেশি গোয়েন্দাদের কার্যক্রম সমন্বয় করবে। পাশপাশি এফবিআইসহ বিদেশী অন্য গোয়েন্দাদের সহযোগীতা করবে বাংলাদেশকে। গুলশান হামলার পর এ ঘটনায় গত রবিবার মামলা দায়ের হয়। মামলাটি বর্তমানে কাউন্টার টেরোরিজেম এর টিম তদন্ত করছে। ইতোমধ্যে জাপান এবং ইতালির পুলিশের একটি প্রতিনিধি দল ও ঢাকায় এসেছে বলে জানা গেছে। কয়েকদিন বাদে আসছে এফবিআই ও ভারতের এনআইএ।
জানাগেছে, ঈদের পর পরই আসছে ভারতের এনআইএ এর একটি টিম। এ সময় তারা তদন্তের জন্য বাংলাদেশের তদন্ত সংস্থাকে বেশ কিছু গুরুত্বপর্ন তথ্য আদান প্রদান করবে বলে জানা যায়। এরমধ্যে গুলশান হামলার পর পর তাদের দেশে কে বা কারা টুইটের মাধ্যমে ঘটনা জানিয়েছে এটি থাকবে উল্লেখ্যযোগ্য বিষয়। এ ছাড়া ঘটনার পরপর দেশের কোন রাজনৈতিক দলের কতিপয় নেতা ভারত পালিয়ে যাওয়ার জন্য পায়তারা করছিল তাদের তথ্য। এছাড়া একই সময়ই আসতে পারে এফবিআই এর একটি প্রতিনিধি দল। শোনা গেছে, ভারতের এনআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের সীমান্তবর্তী এলাকায় র্যাব,বিজিবি ও পুলিশের যৌথসমন্বয়ে অভিযান চলছে। পাশপাশি রাজধানীর কিছু এলাকায়ও এ তল্লাশি অব্যাহত আছে বলে সূত্র জানায়।