ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত নিজেদের ভূখণ্ড রক্ষায় প্রতিরক্ষা চুক্তি করেছে। রবিবার জাতীয় প্রেসক্লাবে এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, এ প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের নয়, এই চুক্তি ভারতের স্বার্থেই করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভারত চুক্তি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কাবিন দিয়ে যেমন দাম্পত্য জীবন সুনিশ্চিত করা যায়না, তেমনি চুক্তির ব্যারাজালে বাংলাদেশের বন্ধুত্ব পাওয়া যাবে না। বরং দিনে দিনে ঘৃণা আরো বাড়বে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।