গাজীপুর: জেলার শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এমসি বাজার এলাকায় বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক নিহত হয়েছেন ।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে । নিহত হাসান মোল্লা (৩৫) শ্রীপুরের নয়নপুর এলাকার শহীদ মোল্লার ছেলে।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লেগুনা চালক নিহত।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।