রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আ’লীগের নেতা
আনোয়ার হোসেন,ডাক্তার মানিকের বিরুদ্ধে একটি
দুষ্কৃতিকারী মহল রাজনৈতিক ভাবে হয়রানীর অভিযোগ পাওয়া
গেছে। সৃষ্ট ঘটনায় সোমবার দুপুরে রামগঞ্জ পৌরশহরস্থ
সাংবাদিক কার্যালয়ে সংবাদ সম্মেলণে উপজেলা আ’লীগের নেতা
ডাক্তার মানিক হোসেনের সভাপতিত্বে লিখিত বক্তব্য আনোয়ার
হোসেন জানান করপাড়া ইউপির একটি দুষ্কৃতিমহল
সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার
করছে।
বক্তব্য তিনি জানান পল্লী বিদ্যুতের নামে একটি মহল করপাড়া
ইউপি ব্যাপী গ্রাহদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক লাখ
টাকা। টাকা উত্তোলনকারীদের নাম ধাপা-ছাপা দিয়ে তাঁদের
বিরুদ্ধে একটি পত্রিকায় অপপ্রচার করছে। যাহা সম্পূর্ণ মিথ্যা
ও হয়রানী। তিনি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানান।