মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

দিমেক হাসপাতাল এখন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ১৭৪ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:  দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল এখন “এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল” নামে পরিচিত হবে।

স্বাস্থ্য,শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ২৯.০৩.২০১৭ তারিখের ৪৫.১৬৮.০০.০০.০৩৩.২০১৩-২১০ স্মারক মূলে সরকার দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল নামকরণ করে।

উল্লেখ্য ১৯৯১ সালে দিনাজপুর সদর আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, সংবিধান প্রনয়ন কমিটির সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এম আব্দুর রহিম একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ হিসেবে ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

এম আব্দুর রহিম ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ১৯৭১ সালে ১৭ এপ্রিল মুজিব নগর সরকার গঠিত হলে যুদ্ধ পরিচালনার জন্য সারা দেশকে ১১টি বেসামরিক জোনে ভাগ করা হয়। মুজিব নগর সরকার এম আব্দুর রহিমকে পশ্চিম জোন-১ এর জোনাল চেয়ারম্যান নিযুক্ত করে।

স্বাধীনতার পর যুদ্ববিধ্বস্ত বৃহত্তর দিনাজপুর পুনর্গঠনে তিনি আত্মনিয়োগ করেন এবং ত্রাণ ও পূনর্বাসন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য এম আব্দুর রহিম দশম জাতীয় সংসদের ৮ দিনাজপুর-৩ আসন হতে নির্বাচিত সংসদ সদস্য  ও জাতীয় সংসদের হুইপ  ইকবালুর রহিম এর পিতা।

হুইপ ইকবালুর রহিম বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল নামকরণ করায় এম আব্দুর রহিম এর সততা নীতি, আদর্শ, দেশাত্নবোধ, মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসা, রাজনৈতিক শিক্ষা প্রভৃতি কাজে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। সরকারের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিনাজপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451