বাংলার প্রতিদিনডটকম, ঢাকাঃ
পহেলা নববর্ষ উপলক্ষে আয়োজিত সোহরাওয়ার্দী, রমনাসহ টিএসসির সব অনুষ্ঠানে ধূমপান মুক্ত এলাকা থাকবে। জানালেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামন মিয়া।আসাদুজ্জামন মিয়া বলেন, নববর্ষের দিন নির্দিষ্টকৃত ওই এলাকাগুলোতে ধূমপান করা যাবে না। কেউ ধূমপান জাতীয় দ্রব্য বিক্রি, বিপণন ও বহন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, পহেলা বৈশাখে ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢাকা হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ১১ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তায় থাকবে পুলিশ, র্যাব ও পুলিশের সোয়াট টিম।
ডিএমপি এ কমিশনার বলেন, যে সব সড়ক দিয়ে মঙ্গল শোভাযাত্রা যাবে সেখানকার ভবনের ছাদে পুলিশ থাকবে। ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে পুরো এলাকা।তিনি বলেন, মুখোশ পরে ও মাঝপথ থেকে কেউ মঙ্গল শোভাযাত্রার ঢুকতে পারবে না, যারা এতে অংশ নিতে চায় তাদের সবাইকে চারুকলায় যেতে হবে। নিরাপত্তার স্বার্থে সবাইকে তল্লাশি করে রমনা পার্কে এলাকায় প্রবেশ করানো হবো।