ঢাকা: শুকনো খাদ্যের মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা প্রায় ২৫ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।
মঙ্গলবার (০৫ জুলাই) বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে এসব জব্দ করা হয়েছে বলে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) রেজাউল করিম হিল্লোল জানিয়েছেন।
তিনি জানান, সকালে ফ্লাই দুবাইয়ের একটি বিমানে দুবাই থেকে এসব সিগারেট দেশে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ছয়টি ব্যাগ থেকে সিগারেট জব্দ করা হয়।
৫৭০ কার্টন সিগারেটের মধ্যে গুডাং গ্রাম, ডানহিল, মোর ও ব্যানসন ব্রান্ডের সিগারেট রয়েছে। এসব সিগারেটের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
জেঅ্যান্ডজে করপোরেশন নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান শুকনো খাদ্য ঘোষণা দিয়ে সিগারেট আমদানি করেছে। আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসি।