রামগঞ্জ প্রতিনিধি :
রামগঞ্জ থানা পুলিশ রোববার রাত সাড়ে ১২ টায় গোপন
সূত্রে অভিযান চালিয়ে পৌরশহরের ইব্রাহিম মজুমদারের
বসত ঘরের সামনে থেকে সাড়ে ৪ কেজি ওজণে একটি
কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেন। থানা ওসি মোহাম্মদ
তোতা মিয়া জানান কষ্টি পাথরের মূর্তি বর্তমান
আনুমানিক প্রায় ৪ কোটি টাকা।
জানাযায় থানার পুলিশের উপ-পরিদর্শক মো: জহির উদ্দিনের
নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ইব্রাহিম মজুমদারের
বাড়ির সামনে মাটি খুঁড়ে ওই কষ্টি পাথরের মূর্তিটি
উদ্ধার করেন।
থানা ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান কষ্টি পাথরের
মালিকানা হদিস পাওয়া যায়নি।