রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌরশহরস্থ কাজিরখিল আনসার
ক্যাম্প সংলগ্ন ঢাকা-রামগঞ্জ যাত্রীবাহী বাস হিমাচল
পরিবহনের সাথে বিপরীত থেকে আসা অটোরিকসার
সাথে মুখোমূখী সংঘর্ষ হয়। এ সময়ে হিমাচল গাড়ী
নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে যায়। ঘটনাস্থলে যাত্রী রুবেল
হোসেন (৩২), আব্দুল হান্নান (৪২) নিহত হয়। নিহতেরা
রামগঞ্জের দেহলা গ্রামের বাসিন্দা। গুরুতর আহত মারুফ,
শহিদ, সবুজ, সাগরকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্য্র
ভর্তি করা হয়েছে।
এ সময়ে উত্তেজিত জনতা হিমালয় নামে একটি যাত্রী
বাহী বাস ভাংচুর করেন। রামগঞ্জ মহাসড়কের
ঢাকা,চট্রগ্রামে প্রায় ৩ ঘন্টা যাবত সড়ক অবরোধ করে
রাখে। পুলিশের সাথে দাওয়া- পাল্টা করতে থাকে।
থানার ওসি তোতা মিযা জানান পরিস্থিতি নিয়ন্ত্রন করতে
ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী কাজ করছে।