ঢাকা : অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক একটি সেমিনারে অংশ নিতে ঢাকা ছাড়লেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন।
তাদের দেশে ফেরার তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে সপ্তাহখানেক পরে তাদের দেশে ফেরার কথা রয়েছে। ফলে বিএনপির মহাসচিবকে এবার অস্ট্রেলিয়াতেই ঈদ উদযাপন করতে হচ্ছে।