ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার ওচমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন গ্রামে
প্রেমিক প্রেমিকার সাথে দেখা করতে গেলে স্থানীয় দুস্কৃতিকারীরা
প্রেমিকের লিঙ্গ কর্তণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই সংবাদ
শুনে প্রেমিকাও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। রাতে প্রেমিককে চরফ্যাশন হাসপাতাল
নেওয়া হলে কর্তবরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার
জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিমে)
প্রেরন করেন। প্রেমিকাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা
হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওচমাগঞ্জ গ্রামের
আবদুল খালেক ভূইয়ার ছেলে সেনা সদস্য রাজিব (২৪) প্রেমের টানে
একই ইউনিয়নের উত্তর ফ্যাসন গ্রামের পল্লী চিকিৎসক হরিস চন্দ্র
দাসের বাড়ীতে যায়। স্থানীয় কিছু দুষ্কৃতিকারী প্রেমিক
প্রেকিকার দেখা করার বিষয়টি টের পেয়ে রাজিবকে ধরে তার লিঙ্গকর্তণ
করে দেয়। তাৎক্ষনিক তাকে চরফ্যাশন হাসপাতালে আনা হলে ডাক্তার তার
অবস্থা বেগতিক দেখে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।
পল্লী চিকিৎসকের কন্যা ভোলা সরকারি কলেজে অনার্স পড়–য়া ২২ বছরের
ছাত্রীকে গলায় রশি অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা
হয়েছে।
প্রেমিকার বাবা পল্লী চিকিৎসক হরিস চন্দ্র দাস জানান, তিনি রাত
সাড়ে ৯টায় কর্তারহাট থেকে এসে দেখে তার মেয়ে ঘরের সামনে
একটি গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দিয়েছে। তাকে নামিয়ে
চিকিৎসার জন্যে চরফ্যাশন হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসক
জানান, রাত সাড়ে ১২টায় পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। তার অবস্থা আশংকা
জনক।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক জানান, ওচমানগঞ্জ
এমন একটি বিষয় শুনেছি তবে কেউ এখনও কোন অভিযোগ দায়ের
করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।