রুবেল মাদবর,
মুন্সীগঞ্জ প্রতিনিধি:সৌদি আরবের মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়খ ড.মুহাম্মদ বিন নাসের আল খুযাইম ও মদীনা শরীফের মসজিদে নববীর খতীব শায়খ ড. আব্দুল মুহসিন বিনমুহাম্মদ আল কাসিম নৌ পরিবহন মন্ত্রলায়ের আয়োজনে জাহাজে চরে পরিদর্শন কররেন পদ্মাসেতু এলাকা। রোববার দুপুরে মুন্সীগঞ্জেরশিমুলিয়া ঘাট থেকে বি আই ডবিউ টি সির জাহাজ মধুমতিতে চরে এ ভ্রমন কর্মসুচিতে আরো অংশগ্রহন করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন ও ধর্ম মন্ত্রী অধ্যাপক মতিউর রহমান। তিন ঘন্টায় ব্যাপী ভ্রমনের এই সময়ে বিদেশি অতিথিদের উদ্দেশ্য মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনষ্ঠানের আয়োজন করেন, ইসলামী ফাউন্ডেশন। এ সময় দেশ সেরা শিল্পীরা হামদ,নাত পেির্বশন করেন।সেতু এলাকা পরিদর্শন শেষে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ভাইসপ্রেসিডেন্ট সাংবাদিকদের কাছে তাঁর অনুভূতি ব্যক্ত কালে বলেন,বিদেশী সাহায্য ছাড়া নিজস্ব অর্থায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ্মাসেতুর মতো এতো বড় একটা প্রকল্প হাতে নিয়েছেন এই জন্য শেখ হাসিনা ধন্যবাদ জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, চট্রগ্রাম নৌবন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর জুলফিকার,মোংলা নৌবন্দর চেয়ারম্যান কমডো ফারুখ হাসান স্থলবন্দরের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, নৌপরিবহন মন্ত্রনালয়ের ডিজি মো: আরিফ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম প্রমুখ।