অনলাইন ডেস্কঃ
বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্য অন্তঃসারশূন্য। জনগণকে বিভ্রান্ত করতেই ভারত সফর নিয়ে সমালোচনা করছেন তিনি। বললেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বেগম জিয়ার দিল্লি সফর নিয়ে সমালোচনা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা।দেশের স্বার্থ মূল্যায়নের সক্ষমতা তাদের আছে কিনা সেটাও প্রশ্ন।শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে ভরতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি।
বরং মিথ্যাচার করেছে।প্রধানমন্ত্রী বলেন, জিয়া, এরশাদ, খালেদা কেউই ছিটমহল, সমুদ্র সীমা বা তিস্তার পানি নিয়েই ভারতের কাছে দাবি তোলার সাহস দেখায়নি।
এর আগে, বুধবার বিকেলে গুলশানে নিজের রাজনৈতিক অফিসে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ব্যর্থ হয়েছে। ভারতকে সব দিয়ে খালি হাতে ফিরেছেন তিনি। ভারত সফরে শেখ হাসিনা শুধু আশ্বাস নিয়ে খালি হাতে ফিরে এসেছেন। দেশের জন্য কিছু নিয়ে আসতে পারেন নি। ৩৬ চুক্তি করেছেন যার সবই দিল্লির স্বার্থে। এ সফর পুরোপুরি ব্যর্থ হয়েছে।