বাংলার প্রতিদিন ডটকম, ঢাকাঃ
রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেতা শাকিব খান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন শাকিবের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মো. ইকবাল।
মো. ইকবাল বলেন, ‘চিকিৎসাধীন শাকিব আমার ফোনে মেসেজ দিয়ে দেশাবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছে।’
প্রযোজক মো. ইকবাল বলেন, ‘হাসপাতালে এসেছিল নিয়মিত চেকাপ করতে, আসার পর জানা যায়, তাঁর গ্যাস হয়েছে। সে অনেক উইক, সেই উইকের কারণে হয়তো তাঁকে ডাক্তার দু-একদিন রেস্ট নিতে বলছে। ভালো আছে এখন।’
শাকিবের ঘনিষ্ঠ বন্ধু আরো বলেন, ‘বাসায় তাঁর (শাকিব) কিছুটা দুর্বলতা ছিল, ওই জন্য চেকাপ করতে আসা। তাঁর প্রেসারের সমস্যা ছিল, সব মিছু মিলে খাওয়া-দাওয়া ঠিকমতো হয়নি। এখন ডাক্তার ফুল রেস্টে (সম্পূর্ণ বিশ্রাম) থাকতে বলেছে। সে জন্য আগামী দুদিন সে হাসপাতালে থাকবে।’
আজ দুপুর ১টার দিকে শাকিব খান ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে যান।
এর আগে গত সোমবার (১০ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে অভিনেত্রী অপু বিশ্বাস এলে আলোচনায় আসেন শাকিব খান। অনুষ্ঠানে অপু বলেন, ‘শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের সময় আমার নাম পরিবর্তন করা হয়েছিল। আমার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান। বিয়ের সময় শাকিবের ভাই ও একজন প্রযোজক উপস্থিত ছিলেন। তাঁর কারণেই বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল।’ আব্রাহাম খান জয় নামের তাদের শিশুসন্তানকেও অনুষ্ঠানে নিয়ে আসেন তিনি।
এর প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন, তিনি সন্তানের দায়িত্ব নেবেন। পুরো বিষয়টিকে তিনি বাংলা ছবির ইন্ডাস্ট্রি এবং তাঁর তারকা ইমেজকে ধ্বংস করে দেওয়ার বিশাল চক্রান্ত হিসেবে দাবি করেছিলেন।
তবে পরদিন এনটিভির সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, ‘চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে।’