বাংলার প্রতিদিন ডটকম, ঢাকাঃ
পয়লা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে ব্যাগ বহন না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার রাজধানীর রমনা বটমূল ও আশপাশের এলাকায় বৈশাখী অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে গিয়ে মন্ত্রী এই অনুরোধ জানান।
মন্ত্রী বলেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী মোটরসাইকেল আরোহীদের অন্য কাউকে পেছনে না নিতে অনুরোধ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বটমূল এলাকায় থাকার সময় বৈশাখের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মহড়া করে পুলিশের বিভিন্ন ইউনিট।
পয়লা বৈশাখে কোনো নিরাপত্তাজনিত হুমকি নেই উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘কোনো থ্রেট (হুমকি) আমাদের নেই। আমাদের কাছে কোনো থ্রেটের আভাস-ইঙ্গিত কিছুই আমাদের কাছে নেই। আমরা যেটুক করার, যেটুক প্রয়োজন, সেটুক আমরা করছি। আমাদের নিরাপত্তা বাহিনী সে কাজটি করছে।’
‘আমাদের গোয়েন্দা বাহিনীরা সব সময় মানে মাঠে আছে। আমাদের কালকেও পোশাকে এবং সাদা পোশাকে আমাদের নিরাপত্তা বাহিনী বলেন, গোয়েন্দা বাহিনী বলেন, সচল থাকবে, সক্রিয় থাকবে।’ যোগ করেন মন্ত্রী।
পয়লা বৈশাখকে ঘিরে কড়া নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। পুরো এলাকা থাকবে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায়।