অনলাইন ডেস্কঃ
কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর (মাস্টার্স) সমমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী বিষয়টি জানিয়েছেন।
গত মঙ্গলবার রাতে গণভবনে আলেমদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর সমমর্যাদা দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে তিন শতাধিক কওমি মাদ্রাসাকেন্দ্রিক আলেম উপস্থিত ছিলেন। এতে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে দারুল উলুম দেওবন্দের মূলনীতির ওপর ভিত্তি করে এই স্বীকৃতি দেওয়া হলো।’
প্রধানমন্ত্রী জানান, এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। আলেমদের নিয়ে একটি কমিটিও করা হয়েছে। তাঁরাই এই স্বীকৃতির আইনি ভিত্তি দাঁড় করাবেন।
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে তিন শতাধিক আলেম এই অনুষ্ঠানে যোগ দেন। কওমি ঘরানার দেশের শীর্ষ প্রায় সব আলেম সেখানে উপস্থিত ছিলেন।
কওমির দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর মর্যাদা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে তাঁদের দীর্ঘদিনের দাবি বাস্তব রূপ পায়।