বাংলার প্রতিদিন ডটকম এর সম্পাদক আসমা জাহান ১৪২৪ বঙ্গাব্দের শুভ আগমনে এক বানী দিয়েছেন। বাণীতে বাংলার প্রতিদিন ডটকম এর সম্পাদক বলেন, বাঙালির উৎসবের দিন শুভ নববর্ষ। এ দিনে মনের মাধুরী দিয়ে নিজেদের রাঙিয়ে নেন বাঙালি, প্রতিটি ঘর হয় আনন্দ উৎসবের। চিরায়িত ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির আদলে এ দিনটিকে উৎসবে আনন্দে উপভোগ করা হয়। বাংলার প্রতিদিন ডটকম এর সম্পাদক বাংলা নববর্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকের জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আশা করেন, অন্যায় ও অসুন্দর পথ পরিহার করে সত্য ও সুন্দরের জন্য সকলেই নিবেদিত হবে। সম্পাদক আরো আশা করেন, রাজনৈতিক হিংসা-বিদ্বেষ, হানা-হানি, সংঘাত, জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রম থেকে দুরে থেকে দেশপ্রেমকে শানিত করে সকলে মিলেমিশে দেশে চলমান শান্তির ধারা অব্যাহত রাখতে সচেষ্ট হবেন।