নিউজ ডেস্ক: ঢাকার আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ইতালির নাগরিকদের ময়না তদন্ত করা হবে ইতালিতে।
গতকাল মঙ্গলবার তাদের মৃতদেহ পৌঁছেছে রোমে। মৃতদেহ বহনকারী একটি সামরিক বিমান সেখানকার মার্টি স্পর্শ করামাত্রই সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্য। উপস্থিত স্বজন ও সাধারণ মানুষ এ সময় কান্নায় ভেঙে পড়েন। ঢাকায় হামলার খবর জানতে পেরেই লাতিন আমেরিকা সফর সংক্ষিপ্ত করেন ইতালির প্রধানমন্ত্রী সার্জিও মা তাত্তারেলা।
এদিন তিনিও রোমে বিমানবন্দরে মৃতদেহ গ্রহণ করার অপেক্ষায় ছিলেন।
নিহত ৯ নাগরিকের মৃতদেহ বিমান থেকে যখন নামানো হয় তখন তা ছিল দেশটির পতাকা দিয়ে ঢাকা। বিমান থেকে নামানোর পর ক্যাথলিক রীতি অনুযায়ী ধর্মগুরুরা তাতে পবিত্র পানি ছিটিয়ে দেন।
এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ইতালির নিহত নাগরিকদের মৃতদেহের ময়না তদন্ত করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে ঢাকার আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় যে ২০ জনকে হত্যা করা হয় তার মধ্যে বেশির ভাগই বিদেশী। তারা হলেন জাপান, ইতালি, যুক্তরাষ্ট্র ও ভারতের নাগরিক।