সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে ১লা বৈশাখে প্রতিবন্ধিদের মাঝে
মধ্যে নববর্ষের শুভেচ্ছা উপহোর হিসাবে নতুন পোষাক বিরতণ
করা হয়।
সিলেটের ওলীকুল শিরোমণি হযরত শাহ্ধসঢ়;জালাল (রহ.)’র দরগাহ
শরীফে বৃহস্পতিবার রাতে ও পরদিন শুক্রবার খাদিমনগরের হযরত
শাহ্ধসঢ়;পরান (রহ.)’র দরগাহ্ধসঢ়; শরীফে শতাধিক প্রতিন্ধিদের হাতে
নতুন পোষাক তুলে দেয়া হয়।’
ব্যাক্তিগত অর্থায়নের প্রতিবন্ধিদের মধ্যে পোষাক বিতরণ করেন,
সিলেট বিভাগ গণদাবী পরিষদের সুনামগঞ্জ জেলার সদস্য
সচিব, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-
পরিচালক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ। ’ এ সময় অন্যদের
মধ্যে হযরত শাহ পরান দরগাহ শরীফের খাদেম ফিরোজ, খাদেম
গিয়াস উদ্দিন, খাদেম শাকিল আহমদ, সাংবাদিক আবেগ
রহমান ,যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী
সঞ্জয় তালুকদার টিটু, জুবেল ইসলাম , সাংবাদিক আজাদে
মেয়ে তাহমিন সরোয়ার আদ্রিতা প্রমুখ উপস্থিত ছিলেন।