শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে : বাংলা নববর্ষ উপলক্ষে শনিবার
গাইবান্ধায় শিশু পরিবার বালিকায় ওই প্রতিষ্ঠানে এতিম শিশুদের জন্য এক
আনন্দ মেলার আয়োজন করা হয়। আনন্দ মেলায় কবিতা, ছড়া, নৃত্য, চিত্রাংকন ও
রচনা প্রতিযোগিতা ও পরিবেশনার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও শিশু
একাডেমির যৌথ উদ্যোগে এই আনন্দ মেলা অনুষ্ঠিত হয়।
শিশু পরিবার বালিকার সহকারি শিক্ষক চৌধুরী ফরিদা পারভিনের সভাপতিত্বে
অনুষ্ঠিত এই আনন্দ মেলায় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক আবু জাফর সাবু, সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক বাবুল
আকতার, শিক্ষক রেজাউল আলম আনিছ, শিশু একাডেমির উপ-পরিচালক
মোশাররফ হোসেন প্রধান, লাইব্রেরিয়ান রেবেকা পারভিন, জেলা ভলান্টিয়ার
তাওহীদ তুষার প্রমুখ।
চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় শিশু পরিবার বালিকার অংশ গ্রহণকারি
শিশুদের পুরস্কৃত করা হয়। এছাড়া প্রতিযোগিতা শেষে শিশুদের মধ্যে নৃত্য
পরিবেশন করে লিজা, রুমি, শাহিনা, বাবলী, রেজী, নিলুফা, জামিলা, ময়না,
তানজিলা, শাবলীন, খুশি ও রিমু।