মো:নুরুজ্জামান, থানা প্রতিনিধি, ঢাকা:
সবার উপরে মানুষ সত্য ।।। আমরা আছি, অনাথ পথ শিশু ছিন্নমূল মানুষ গুলোর জন্য, সব সময় চেষ্টা করবো তাদের মুখে এক চিলতে হাসি ফোটাতে,তাদের ভবিষ্যত কে সুন্দর ভাবে গড়াতে, যেন তারা মোটামুটি ভালো ভাবে অন্তত তিন বেলা পেট ভরে খেতে পায়,ভালো জামা কাপড় পরতে পারে ,স্কুলে যেতে পারে , তাদেরকে বই খাতা কলম এবং তাদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া, এই প্রচেষ্টাগুলো আমাদের সংগঠন চালিয়ে যাবে, দেশে কোনো দুর্যোগ হলে যেমন ঘূর্ণিঝড় কবলিত হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয় বিশেষ করে উপকূলীয় অঞ্চল গুলোতে বন্যায় প্লাবিত হয় প্রতি বছর, আমাদের কিছু কিছু অঞ্চল ঘর বাড়ি ভিটে মাটি ছাড়া হয়ে যায়, নদী ভাঙ্গনের কারণে হাজার হাজার ফ্যামিলি, আমরা চেষ্টা করবো তাদের পুনর্বাসন করে দিতে। আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী, বিন্দু বিন্দু বালুকনা থেকে শুরু করে এক সময় সাগর সমুদ্র সৃষ্টি হয়। যারা সমাজে বিত্তবান আছেন তারা ও আশা করি আমাদের এই উদ্দ্যেগ এর সাথে এগিয়ে আসলে আমরা আরো ভালো ভাবে সফলতা পাবো এবং সমাজের এই অবহেলিত মানুষ গুলোর জন্য দৃঢ়ভাবে কাজ করতে পারবো বলে আমি বিশ্বাস করি , আমাদের এই সংগঠন ক্ষুদ্র পরিসরে শুরু করেছি আমাদের পথচলা একটি সচেতন মহলের উদ্দ্যেগে সমাজে হাজারো সচেতনতা বৃদ্ধি পায় যদি সেই উদ্দ্যেগ ঠিকভাবে পরিচালনা করা যায়।। সন্মেলিত প্রচেষ্টা থাকাটা খুব জরুরী তাই আমরা চেষ্টা করবো সব সময় সেবামুলক প্রচেষ্টা গুলোকে আরো বেশী বেশী এগিয়ে নেয়ার জন্য, একটি উদ্দোগ,, একটি ভালো পরিকল্পনা, সমাজের দরিদ্রতার অভিশাপ কমিয়ে আনে, একে অপর কে সহযোগিতা করার মানুষিকতা তৈরী করলে গরিব বলে কাউকে অবহেলা না করলে আমরা হত দরিদ্রদের মুখে হাসি ফুটাতে পারবো ইনশাআল্লাহ্ ।। আমাদের এই স্লোগান হলো,আমি পারি,আমরা ও পারি,আমরা সবাই পারি, আমাদের কে পারতেই হবে,আমাদের এই সংগঠনে অনেক গুলো ডাক্তার ভাই ও বোনেরা আছেন ওনাদের টিম গুলো ফ্রি চিকিৎসা সেবা দান,ফ্রি ঔষধ বিতরন করেন,শুধু অসহায়দের কে ।।। বিগত তিন দিন ধরে আমরা পথ শুিশু সহ ছিন্নমূল বয়স্ক মহিলা ও পুরুষদের মাঝে ঈদের জামা শাড়ী লুঙ্গি ও সেমাই ,চিনি বিতরন করছি, আমাদের স্পট গুলো কারওয়ান বাজার বস্তি ও ফুট ওভার ব্রিজ,কমলাপুর রেল স্টেশন , নয়া পল্টন ফার্মগেট পার্কের ভীতর খুঁজে খুঁজে বিতরন করেছি আমরা সংগঠনের কয়েকজন , সানজানা চৈতী পপি, ফয়সাল প্রধান, আমিনুল ইসলাম, লিও মাহী, দিয়ানা সহ আরো ওনেকেই,আমাদের কে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সংগঠনের কর্ণধার মোঃ মাসুদ রানা তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস প্রেসিডেনট,ওনি সৌদি আরবে আছেন ।