চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):
ছাতকে বিদেশী রিভলবারসহ দু’যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার
(১৫এপ্রিল ২০১৭ইং) ভোরে শহরের চরেরবন্দ এলাকা থেকে রিভলবারসহ তাদের
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল শহরের চরেরবন্দ এলাকার দুলাল মিয়ার
পুত্র আতিকুর রহমান শামুল (২২) ও একই এলাকার ইদ্রিছ আলীর পুত্র নাজিম
উদ্দিন (২০)। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই সোহেল রানা
অভিযান চালিয়ে শামুলের মামা আনোয়ার মিয়ার বসতঘর থেকে শামুল ও
নাজিমকে গ্রেফতার করেন। তাদের স্বীকারোক্তি মোতাবেক আনোয়ার
মিয়ার বসতঘর সংলগ্ন টয়লেটের কাছ থেকে মাটি খুঁেড় পলিথিনে
মোড়ানো অবস্থায় ইউএসএ’র তৈরী ৬বোরের একটি রিভলবার উদ্ধার করে
পুলিশ। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সদ্যতা
স্বীকার করে বলেন, প্রেফতারকৃত দু’যুবকের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে
মামলা দায়ের করা হয়েছে।