প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার
ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর
মুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র নেতৃত্বে উপজেলা
পরিষদ চত্বর থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরে বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা’র
সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মো.
মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
যথাক্রমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ
সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, যূগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.
মাসুদুর রহমান মাসুদ, যূগ্ম-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল
কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু ও থানার অফিসার
ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীব। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
আওয়ামীলীগের সদস্য মিজানুরর রহমান ভূট্ট, সৈয়দ মেহেদী হাসান রুবেল
প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-
শিক্ষার্থী, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরাসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ
সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।