আল মামুন জয়পুরহাট জেলা প্রতিনিধি :
আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যদিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে
সোমবার বেলা ১২ টায় পাঁচবিবি উপজেলা মিলোনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখেন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশ গ্রহন করে। এসময় বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব নিয়ে শিক্ষাথীদের মাঝে তুলে ধরেন।