শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে : তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক
এক জনঅবহিতকরণ সভা সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত
হয়। তথ্য কমিশন ও গাইবান্ধা সদর উপজেলা যৌথভাবে এই জনঅবহিতকরণ
সভার আয়োজন করে।
সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহানের সভাপতিত্বে
এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং বিশেষ
অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, উপজেলা পরিষদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, তথ্য কমিশনের সহকারি পরিচালক মো.
সালাহ উদ্দিন সরকার। উন্মুক্ত আলোচনায় অংশ নেন গাইবান্ধা সদরের সহকারি
কমিশনার (ভূমি) রওনক জাহান, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
আবু জাফর সাবু, ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান টুলু, চেয়ারম্যান
আব্দুর রাজ্জাক প্রমুখ।
এই জনঅবহিতকরণ সভায় সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
সচিব, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপজেলার
বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় তথ্য অধিকার
আইন ২০০৯ এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা
বলেন, দেশকে দুর্নীতি মুক্ত করে উন্নয়ন তরান্বিত করতে প্রতিটি ক্ষেত্রে
অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে।