অনলাইন ডেস্কঃ
বিরোধী পক্ষকে বন্দি রেখে সরকার খালি মাঠে খেলার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, জনগণ এটা হতে দেবে না।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, সরকার মামলা-মোকদ্দমা করে বিএনপিকে মোকাবিলা করছে।
বিএনপির মহাসচিব বলেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বশ করে হেফাজতকে কাছে টানছে সরকার। দেশের হাওর অঞ্চলের ফসলহানি হওয়া দুর্গতের অবিলম্বে সাহায্য পাঠানোর তাগিদও দেন তিনি।
উজান থেকে নেমে আসা ঢলে দেশের হাওর অঞ্চলের ব্যাপক ফসলহানিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও ওই সব এলাকা পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্গত অঞ্চলের সেসব দুর্দশার কথা বলতেই এই সংবাদ সম্মেলন।
ফখরুল বলেন, আবারও নতুন করে তাঁদের দলের নেতাকর্মীদের ওপর নেমে আসছে মিথ্যা মামলার খড়্গ, যা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ভোটের আগে ইসলামী দলগুলোকে প্রতিশ্রুতি দেওয়া আওয়ামী লীগের নতুন নীতি নয়।
বিএনপির মহাসচিব ক্ষতিগ্রস্ত হাওর এলাকাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা, পুরোনো কৃষি মওকুফ, দলীয় প্রভাবমুক্ত হয়ে ত্রাণ বিতরণ, সুদবিহীন ঋণ দেওয়ার দাবি জানান।