ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফোন করে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বড় ছেলে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
লন্ডনের কিং স্টোন মসজিদে ঈদের নামাজ আদায় করে বাসায় ফিরেই মায়ের কাছে ফোন করেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান। লন্ডন বিএনপির সূত্রে এ কথা জানা গেছে।
ফোনালাপে খালেদা জিয়া তারেক রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ হলেও লন্ডনে উদযাপিত হয়েছে একদিন আগে।
এদিকে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে লন্ডনের বাসায় ফিরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বন্ধু-বান্ধবদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
মা খালেদা জিয়াকে ছাড়াই বিদেশে ঈদ করছেন তিনি। দীর্ঘদিন ধরে স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে ইংল্যান্ডের লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। সেখানেই ঘরোয়া পরিবেশে ঈ উদযাপন করেন তিনি।