নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে রাহেলা বেগম নামে ২ সন্তানের জননীর মত্যু
হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার চ-িপুর ইউনিয়নের
কামারেরভিটা (বাঁধের রাস্তা) গ্রামের সামিউল ইসলামের স্ত্রী রাহেলা বেগম তিস্তা
নদীর চরে ক্ষেত থেকে বাড়ি আসার সময় বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই নিহত
হয়েছেন।
নিহত রাহেলা বেগমের পিতা সীচা গ্রামের সেফারত উল্লাহ্ধসঢ়; বলেন, তার
মেয়ে ও জামাই ঘটনার আগে নদীর চরে ভুট্টা ক্ষেত দেখার জন্য গিয়েছিল। হঠাৎ
বৃষ্টি এলে বাড়ি ফেরার সময় তার মেয়ে রাহেলা বজ্রপাতে নিহত হয়। এ ব্যাপারে কোন
অভিযোগ নেই।
থানা অফিসার ইনচার্জ- মুহাম্মদ আতিয়ার রহমান বিষয়টি বলেন- বিষয়টি
মোবাইল ফোনে শুনেছি,তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ আসেনি।