ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হয়।
সকালে বৃষ্টির শঙ্কা নিয়েও প্রথম জামাতে ঈদের নামাজ আদায়ে শরিক হতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসেন মুসল্লিরা। কিন্তু ঢাকার কোথায়ও বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়নি।
নামাজ শেষে মুসল্লিরা পরষ্পর কোলাকুলি করে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পরষ্পরের কোলাকুলিতে সৌহার্দ্য ও সম্প্রীতির এক আবহ সৃষ্টি হয়।
বায়তুল মোকাররমে ঈদের জামাতকে কেন্দ্র করে মসজিদের উত্তর, দক্ষিণ ও পূর্বগেইটসহ চার দিকে র্যাতব-পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি লক্ষ করা গেছে।