ঢাকা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৯ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এ সময় দেশের চলমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়েও উভয়ের মধ্যে আলোচনা হয়।
এছাড়া রাষ্ট্রপতি তার সম্প্রতি ভুটান সফর নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। অন্যদিকে প্রধানমন্ত্রীও তার বুলগেরিয়া ও সৌদি সফরের নানা বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
সাক্ষাতকালে রাষ্ট্রপতির স্ত্রী রশেদা খানম উপস্থিত ছিলেন।
সপ্তাহের ব্যবধানে গুলশান (১ জুলাই) ও শোলাকিয়ায় (৭ জুলাই) সন্ত্রাসী হামলার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। আমজনতার মধ্যে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে সাক্ষাতে এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো কথা হয়েছে কিনা তা জানা যায়নি।