ঢাকা: আমেরিকা কোটি কোটি ডলার ব্যয় করে মধ্যপ্রাচ্যের একটি গোপন ঘাঁটির উন্নয়ন, সংস্কার এবং মেরামত করছে। এ কাজে তিন কোটি ৪০ লাখ ডলার ব্যয় হবে বলে জানিয়েছে মার্কিন দৈনিক স্টারস অ্যান্ড স্ট্রিপস। মার্কিন সামরিক বাহিনীর কাছে গোপন ঘাঁটিটি ‘দ্যা রক’ নামে পরিচিত বল খবরে উল্লেখ করলেও এর অবস্থান সম্পর্কে কিছু জানান হয়নি।
ঘাঁটির রানওয়ে মেরামত করা কাজ চলছে, পাশাপাশি উড়োজাহাজ ট্যাক্সি করার এলাকাও বাড়ানো হচ্ছে। ঘাঁটিতে এমকিউ-৯ রিপার ড্রোন রাখার শেল্টার এবং আবাসিক ভবন নির্মাণের কাজ চলছে। মার্কিন বিমান বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলেছে, অভিযানের ওপর ভিত্তি করে ঘাঁটির তৎপরতা বাড়ে বা কমে। প্রয়োজনের তাগিদেই এ ঘাঁটিতে নির্মাণ তৎপরতা চলছে বলে জানান তিনি।
ঘাঁটিতে কয়েকটি সি-১৩০, সি-১৭ পরিবহন বিমান, সরবরাহের কাজে জড়িত সরঞ্জাম এবং সেনা মোতায়েন আছে। আফগানিস্তান এবং দায়েশ বিরোধী কথিত অভিযানে ইরাক ও সিরিয়ার মার্কিন জোটের তৎপরতার সঙ্গে এ সব সেনা জড়িত রয়েছে। এ ছাড়া, ঘাঁটি থেকে ইলেক্ট্রনিক হামলা এবং চালকহীন বিমান দিয়ে অভিযানও চালায় মার্কিন বিমান বাহিনী।
সূত্র: পার্সটুডে।